যখন একজন নারী যখন মিলনে চরমানন্দ উপভোগ করে তখন কি হয় আর কিভাবে এটা
triggered করা যায়?
চরমানন্দের বহিঃপ্রকাশ নারী ভেদে এমনকি একই নারীর ভিন্ন মিলন সময়ে
পার্থক্য হয়। কিছু নারীর আনন্দ চরম শিখরে গিয়ে তা খুব অল্প মুহুর্ত স্থির থেকে fade হয়ে যায়। অনেকের এটি অনেক সময় ব্যপ্তি নিয়ে বিদ্যমান থাকে,
উঞ্চতা অনুভব, শরীরের গহীনে শিহরন, এবং এসকল অনুভুতি গুলো মিলনকালে ক্ষনে
ক্ষনে আন্দোলিত করে।
-যৌন পুর্নতৃপ্তির বহিঃপ্রকাশে নারী হয়তো তার শরীর arch করবে, যোনী সহ
শরীরের অন্য পেশীকলা খিঁচুনী দেবে এবং তার চেহারা pulled into a grimace
করবে/হতে পারে। -তার কন্ঠস্বরের পেশী সংকুচিত হবার ফলে সে হয়তো চিকন-সুরে
শিৎকার করবে অথবা নিচের ঠোঁট দাঁত দিয়ে সজোরে কামড়ে ধরবে। -এমনিতে
মিলনকালে নারী তার কোমর নাড়াবে (উল্টো দিকে চাপ/ধাক্কা) দিবে কিন্তু যখন
চরমানন্দ প্রকট হবে তখন স্থির হয়ে যাবে কিছু সময়ের জন্য।
চরমানন্দ কি বিভিন্ন প্রকার হয়ে থাকে?
৬০ এর দশকের যৌনবিজ্ঞানীদের মতে যৌন-চরমানন্দের জন্য ভগাংকুর-ই একমাত্র
অঙ্গ। অন্য কোন অঙ্গের সাথে চরমানন্দের সরাসরি সম্পর্ক নেই। কিন্তু
পরবর্তীতে বিশদ গবেষনা এবং নারীদের ব্যক্তিগত অভিজ্ঞতার তথ্য সংগ্রহ করে
জানা যায় - সংগমের শেষ ভাগে পরম-যৌনতৃপ্তির একপ্রকার অনুভুতি ভগাঙকুরে
শুরু হয়ে সম্পুর্ন যৌনাঙ্গে ছড়িয়ে পড়ে, যা পরবর্তী মুহুর্তের জন্য
ক্রমশঃ শক্তিশালী আনন্দের চরম শিখরে পৌঁছায়।
প্রচলিত আছে নারীর জি-স্পটে যৌনানন্দের কম্পনের (আন্দোলিত হওয়া) সৃষ্টি
হয়ে তা গভীর থেকে গভীরতায়, শক্তিশালী থেকে প্রকটতায়, সময়ব্যপ্তি এবং
যোনী - মুত্রনালী - পেলভিক অঙ্গে প্রতক্ষ্য সংযোগ স্থাপন করে এক স্বর্গীয়
সুখানুভুতির অনুরনন ঘটায়।নারী স্বীকার করেন সত্যিকার অর্থেই
যৌনপুর্নতৃপ্তি তার মস্তিস্কের ভালবাসা অনুভবের স্নায়ুযন্ত্রে স্বামীর
সাথে মনের যোগাযোগ/সংযোগ প্রতিস্থাপন করে দেয় যা তাকে সংসারের প্রতি
দায়িত্বশীল এবং বিশ্বাসযোগ্য দাম্পত্য সম্পর্কে উৎসাহী করে।
কিভাবে যৌনপরিতৃপ্তি কাজ করে?
নারী মিলন-পুর্ব-সিঙারে পুরুষের তুলনায় অধিক সময় নিয়ে শাররীক উত্তেজনা
তথা যৌনমিলনের জন্য শাররীক প্রস্তুতি নিয়ে থাকে। আকাঙ্খার শিখরে আরোহন
পর্যন্ত যৌন পীড়ন ক্রমশঃ প্রকট হতে থাকে এবং একপর্যায়ে তার শরীর
পুরুষাঙ্গ গ্রহনে উতলা আগ্রহী হয়ে উঠবে।লিঙ্গ প্রতিস্থাপন এবং পুরুষের সবল
শরীর আন্দোলনে (সজোরে ঠেলে দেয়া) তার ভাললাগা অনুভবের মাত্রা উন্নিত হতে
থাকে এবং সে যৌন পুর্নতৃপ্তির দিকে অগ্রসর হয়।আনন্দের চরম শিখর আরোহনের পর
সে ধীর গতিতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে (পক্ষান্তরে পুরুষের
অনন্দানুভুতি স্বল্প সময়ে ধ্বসে পড়ে)। অনেক সময় এই অবস্থা লম্বা সময়
নিয়ে নারী শরীরে বিরাজমান থাকে এবং মিলনকালে স্বামী কর্মঠ থাকলে থেমে থেমে
একাদিকবার এ সুখবোধ অনুভব করেন।
কিভাবে একজন নারী একই মিলনে একাধিক পুর্নতৃপ্তি অর্জন করতে পারে?একজন নারী
একই মিলনে দুই বা ততোদিক পরিতৃপ্তি অর্জন করতে পারেন - অপরপক্ষে পুরুষের
ক্ষেত্রে বহুবার পরিতৃপ্তি অনুপস্থতিত। তীক্ষ তৃপ্তির কিনারায় গিয়ে
সাময়িক বিরতি দিয়ে পুরুষ মিলনে সময় বাড়িয়ে তার সহধর্মিনীকে বহুমাত্রিক
যৌনতৃপ্তি প্রদানে সক্ষম - যতক্ষন নারী সম্পুর্ন মাত্রায় উত্তেজিত থাকবে।
প্রকৃতপক্ষে নারী সব মিলনে পরিপুর্ন তৃপ্তি অর্জন করেন না, এমনকি সে
প্রতিবার পুর্নপরিতৃপ্তির আকাঙ্খাও করেনা। পরম যৌন পরিতৃপ্তি শেষে অধিকাংশ
নারী স্বামীকে আবেগের সহিত চুমু খেয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পরম
আন্তরিকতায় জড়িয়ে ধরেন, কিছু নারী অনেকটা অবচেতন ভাবনায় হারিয়ে যায়।
অনেকে ঘুমঘুম ভাবে আবিষ্ট হন।
Post a Comment