পোষাক খুলে সাড়া জাগানোর কৌশল নিজস্ব স্টাইল হিসেবে প্রতিষ্ঠাকারী পুনম পান্ডে আবারও খবরের শিরোনাম হলেন।এবার সুযোগ নিলেন এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের কেন্দ্রে থাকা সচীন টেন্ডুলকারের ঐতিহাসিক বিদায়ী আয়োজনে।
সাংবাদিকরা তার কাছে জানতে চাইলেন, সচীনকে নিয়ে এখন পুরো ভারত নানা রকম আয়োজনে ব্যস্ত। যে যার মতো করে ভালবাসার অর্ঘ্য নিবেদন করছে। আপনি কী করছেন? জবাবে পুনম জানালেন, তিনি এই তারকার সম্মানে পোষাক খুলতে ইচ্ছা পোষণ করেন।
তবে আর দশজন ভারতীয় অনুরাগীর মতই তিনি স্টেডিয়ামে উপস্থিত থেকে দলকে সমর্থন দেওয়া এবং চিৎকার করে চার আর ছক্কা উপভোগ করার প্রাথমিক ইচ্ছা পূরণ করেছেন।
তবে এর আগে এমন পোষাক খোলার ঘোষণায় তাকে নানা রকম বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিচারের সম্মুখীন হতে হয়েছে। তাই তা বাস্তবায়নের কোনো পরিকল্পনা তার নেই। বরং আর দশজন শচীনভক্তের মতই সাধারণভাবে তার অনুরাগ প্রকাশ করেন পুনম পান্ডে। শচীনকে খুশী করতে যেকোনো ভূমিকা পালন করতে তিনি এক পায়ে খাড়া। টাইম অব ইন্ডিয়া।
সাংবাদিকরা তার কাছে জানতে চাইলেন, সচীনকে নিয়ে এখন পুরো ভারত নানা রকম আয়োজনে ব্যস্ত। যে যার মতো করে ভালবাসার অর্ঘ্য নিবেদন করছে। আপনি কী করছেন? জবাবে পুনম জানালেন, তিনি এই তারকার সম্মানে পোষাক খুলতে ইচ্ছা পোষণ করেন।
তবে আর দশজন ভারতীয় অনুরাগীর মতই তিনি স্টেডিয়ামে উপস্থিত থেকে দলকে সমর্থন দেওয়া এবং চিৎকার করে চার আর ছক্কা উপভোগ করার প্রাথমিক ইচ্ছা পূরণ করেছেন।
তবে এর আগে এমন পোষাক খোলার ঘোষণায় তাকে নানা রকম বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিচারের সম্মুখীন হতে হয়েছে। তাই তা বাস্তবায়নের কোনো পরিকল্পনা তার নেই। বরং আর দশজন শচীনভক্তের মতই সাধারণভাবে তার অনুরাগ প্রকাশ করেন পুনম পান্ডে। শচীনকে খুশী করতে যেকোনো ভূমিকা পালন করতে তিনি এক পায়ে খাড়া। টাইম অব ইন্ডিয়া।
Post a Comment