স্ত্রীর কুমারিত্ব নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে স্বামীকে ২০ ঘা দোররা মারার নির্দেশ দিয়েছেন সৌদি আরবের একটি আদালত।
সম্প্রতি বিয়ে করা মক্কার ওই ইয়েমেনি পুরুষ অভিযোগ করেন তার স্ত্রী কুমারী না। এছাড়াও ওই ব্যক্তি তার স্ত্রীর চরিত্র নিয়েও সন্দেহ পোষণ করেন। কিন্তু তিনি তার এ অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করতে না পারায় আদালত তার স্ত্রীর সম্মানহানীর দায়ে তাকে প্রকাশ্যে ২০টি দোররা মারার নির্দেশ দেন।
সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়, ওই ইয়েমেনি ব্যক্তি তার স্ত্রীর পিতা ও প্রতিবেশীদের সামনে তার স্ত্রীর কুমারিত্ব নিয়ে মিথ্যাচার করেন। তিনি দাবি করেন, তার সঙ্গে বিয়ে হওয়ার আগেও ওই নারীর আরেকটি বিয়ে হয়েছিল এবং তার বিবাহবিচ্ছেদ ঘটেছিল।
তিনি অভিযোগ করেন, বিবাহ চুক্তিতে তার স্ত্রী বিয়ের সময় নিজেকে কুমারী বলে দাবি করেন।
স্বামীর এ সব বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্ত্রী আদালতের কাছে স্বামীর বিরুদ্ধে তার সম্মানহানী ও খ্যাতি নষ্ট করার অভিযোগ আনেন। কিন্তু স্বামী তার বক্তব্যের পক্ষে যথেষ্ট প্রমাণ উপস্থিত করতে না পারায় আদালত ওই শাস্তি দেয়।
Post a Comment