২১ নারীকে অচেতন করে ডাক্তারের যৌন হয়রানি

২১ নারীকে অচেতন করে ডাক্তারের যৌন হয়রানিইনজেকশন দিয়ে অচেতন করে চার বছর ধরে রোগীদের যৌন হয়রানি করে আসছেন এক ডাক্তার। এই ডাক্তারের বিরুদ্ধে ভুক্তভোগী ২১ জন নারীর অভিযোগের পর টনক নড়ে কর্তৃপক্ষের। কানাডার জর্জ ডুডনট নামের এই অ্যানেসথিসিওলোজিস্টের বিরুদ্ধে এসব নারী কিস করা, গায়ে হাত দেয়া ও ওরাল সেক্সের অভিযোগ এনেছেন। উল্লেখ্য, ডুডনট নামের এই ডাক্তার ২০১০ সাল থেকে টরন্টোর নর্থ ইয়র্ক জেনারেল হাসপাতালে কর্মরত ছিলেন।


ডুডনট তার নারী রোগীদেরকে ইনজেকশন দিয়ে অবশ করার পর তাদেরকে যৌন হয়রানি করতেন। ইনজেকশনের মাধ্যমে শরীরের কোন কোন অঙ্গকে অবশ করা হলেও মস্তিষ্ক কাজ করে। ফলে ওইসব নারী হয়রানির শিকার হওয়ার সময় তা টের পেয়েছেন; কিন্তু শরীরের একাংশ অবশ থাকায় বাধা দিতে পারেননি।


দু’একজন নারী অভিযোগ করার পর অনেকে বলছিলেন এটি অসুস্থ অবস্থায় ওইসব নারীর হেলুসিনেশন বা ভ্রান্তি। কিন্তু একে একে ২১ জন নারী একই অভিযোগ করার পর বিষয়টি সবার নজরে আসে। কেননা, ২১ জন নারীর কেউ কাউকে চিনেন না।


Share this article :

Post a Comment

 
Support : Home | Contact | Privacy Policy
Copyright © 2013. ChotiTimes - All Rights Reserved
Template Created by chotitimes.tk Published by Max
Proudly powered by Choti Family Ltd